Campus Life

Campus Life

ম্যানগ্রোভ ইনষ্টিটিউটে রয়েছে মনোরম সুসজ্জিত ক্যাম্পাস। যেখানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপভোগ্য পরিবেশে তাদের দৈনন্দিন ক্যাম্পাস জীবন পার করে। বর্তমানে একাডেমিক কার্যক্রমের জন্য একটি ৫ তলা ভবন রয়েছে এবং একটি ৯তলা ভবনের কনষ্ট্রাকশন চলমান যার ২য় তলা সম্পন্ন হয়েছে।

IMG_0944 IMG_0951 (2) IMG_0949 (2)

ইনষ্টিটিউটের বর্তমান ক্যাম্পাস
ইনষ্টিটিউটের বর্তমান ক্যাম্পাস

IMAG0979

 

ম্যানগ্রোভের নির্মাধীন নতুন ক্যাম্পাস ভবন

নির্মাধীন ক্যাম্পাস ভবন-২
নির্মাধীন ক্যাম্পাস ভবন-২

ক্যাম্পাসে রয়েছে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ এর ফ্রি ওয়াইফাই যা সবার জন্য উন্মুক্ত

IMG_0961 (2)

 

IMG_0894 (2)

নিরাপত্তার জন্য ক্যাম্পাসের প্রতিটি অংশে আছে অর্ধশত নেট সার্ভাইলেন্স সিসিটিভি ক্যামেরার আওয়তায়। ২৪ ঘন্টা মনিটরিং ও নিরাপত্তার নিশ্চয়তা।

IMG_0889 (2) IMG_0975 IMG_0977

ইনষ্টিটিউটের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের রয়েছে বন্ধু সুলভ সম্পর্ক যা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক।  এছাড়া পড়াশোনার পাশাপাশি নিয়মিত নানাবিধ আচার অনুষ্ঠান ও বিনোদনে মুখরিত থাকে ম্যানগ্রোভ ইনষ্টিটিউট ক্যাম্পাস।

DSC_0124 DSC_0148 DSC03633 DSC05401 DSC05446 DSC05818 DSCF0142

 

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট ক্যান্টিন

IMG_0947 (2)

Labs, Workshops, Clubs, Campus Life